ঢাকাThursday , 13 February 2025
  1. আন্তর্জাতিক
  2. এডু কর্নার
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. প্রকৃতি ও পরিবেশ
  8. সম্পাদকীয়
  9. সাক্ষাৎকার
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

শাকিল
February 13, 2025 10:43 pm
Link Copied!

রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে তিনি এ সাক্ষাৎ করেন।

বিশ্বের শীর্ষ সরকারি নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনার মতো ব্যক্তিত্বদের কাছ থেকে আমরা শেখার সুযোগ পাই।’

ডব্লিউজিএস মূলত বিশ্বজুড়ে অভিজ্ঞ ব্যক্তিদের দক্ষতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম, যেখানে ভবিষ্যৎ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উভয় নেতা ডব্লিউজিএসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মোহাম্মদ আল ওয়াইস বাংলাদেশের গুরুত্বপূর্ণ এ সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ও সংযুক্ত আরব-আমিরাতের সম্পর্ক আরও গভীর হবে এবং আগামী বছরগুলোতে উভয় দেশ ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে।

অধ্যাপক ইউনূস আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতির প্রশংসা করেন এবং বিভিন্ন রোগ প্রতিরোধে দেশটির সফল কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান, কারণ দেশটি এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিকে কাজের সুযোগ করে দিয়েছে, যা দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী ও বাংলাদেশের প্রধান এসডিজি সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ বৈঠকে যোগ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।