ঢাকাThursday , 16 January 2025
  1. আন্তর্জাতিক
  2. এডু কর্নার
  3. ক্যাম্পাস
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. প্রকৃতি ও পরিবেশ
  8. সম্পাদকীয়
  9. সাক্ষাৎকার
  10. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

নামের আগে ডাক্তার লিখতে চান না ডিএমএফ ডিগ্রিধারীরা, চান সম্মানজনক পদবি

namepam
January 16, 2025 6:11 pm
Link Copied!

রিপোর্ট: ডিএমএফ ডিগ্রিধারী সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা নামের আগে ডাক্তার পদবি লিখতে চান না বলে হাইকোর্টকে জানিয়েছেন। তবে সম্মানজনক পদবি চান তাঁরা।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে মেডিভয়েস নিশ্চিত করেছেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব) চিফ কোঅর্ডিনেটর ডা. মোবারক হোসাইন।

তিনি বলেন, ‘আজকের শুনানিতে ডিএমএফ ডিগ্রিধীরাদের আইনজীবী আদালতকে বলেছেন, আমরা ডাক্তার লিখতে চাই না, তবে আমাদের সম্মানজনক একটি পদবি দেন, বিচারক তখন বলেন, আইন অনুযায়ী তো আপনাদের পদবি আছেই। আপনারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আব্দুল করিম….এইভাবে ব্যবহার করবেন। কিন্তু তাঁরা এই পদবি মানতে চান না। তারা আদালতকে বলেন, আদালত যেন একটি সম্মানজনক পদবি ঠিক করে দেন।’

এসময় বিএমডিসি আইনজীবী বলেন, তাদের পদবি তো আছেই, তারপরও তারা যদি তা পরিবর্তন করতে চান, সেটা ঠিক করে দেওয়া তো আদালতের কাজ না। তারা এই রিট করেছে ডাক্তার পদবি ব্যবহার করার জন্য, তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে তারা ডাক্তার পদবি চান না। তাহলে এই রিট তো তাদের তুলে নেওয়া উচিত, আপনি এই রিটের রায় ঘোষণা করে দিন, এই রিট এতদিন ঘুরানো ঠিক হচ্ছে না। 

স্যাকমোদের আইনজীবী আদালতের কাছে আগামী মঙ্গলবার পর্যন্ত সময় চান, মঙ্গলবার তারা পৃথিবীর বিভিন্ন দেশে স্যাকমোদের পদবি উপস্থাপন করবেন এবং তার প্রেক্ষিতে আদালত যেন একটা পদবি ঠিক করে দেন।

এসময় বিচারক তাদেরকে সময় দেন, বিএমডিসির আইনজীবীকে মঙ্গলবার পর্যন্ত ধৈর্য্য ধারণ করতে বলেন।

এসময় আদালতে বাদী বিবাদী পক্ষের আইনজীবী, ডিএমএফ ডিগ্রিধারীরা এবং ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ আদালতে উপস্থিত ছিলেন।(সংগৃহীত)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।